বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট জরুরি, যা দেশে সম্ভব নয় জানিয়ে তাঁর চিকিৎসক প্রফেসর এ বি সিদ্দিকী বলেছেন, ‘মৃত্যুঝুঁকিতে বেগম খালেদা জিয়া। বাংলাদেশে আর কোন চিকিৎসা নেই তাঁর। বেগম জিয়াকে দেশে রেখে চিকিৎসা দেয়ার সম্ভাব্য সব উপায় শেষ হয়ে গেছে। তাকে দেয়া অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করছে না।’
সোমবার (৯ অক্টোবর) বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান চিকিৎসক প্রফেসর এ বি সিদ্দিকী। চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার বুকে ও পেটে পানি জমেছে, যার চিকিৎসা খুব জরুরি।
দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলেও জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
আরও পড়ুন— বাতজনিত রোগে কর্মক্ষমতা হারাচ্ছেন সাড়ে ৫ শতাংশ মানুষ
চিকিৎসকরা জানান, হৃদরোগ, কিডনী সমস্যা, আর্থাইটিস, ডায়বেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। তবে এই মুহুর্তে তার বড় সংকট লিভার সিরোসিস। এ কারণেই পেটে পানি আসা, রক্তক্ষরণসহ শারীরিক নানা জটিলতা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের। বাংলাদেশের চিকিৎসকরা সাময়িকভাবে জরুরি ব্যবস্থা নিচ্ছেন। তবে এটি কোন কার্যকরি পদক্ষেপ নয়।
এই মুহুর্তে লিভার ট্রান্সপ্লান্টই বেগম খালেদা জিয়া মূল চিকিৎসা। যার জন্য দ্রুত দেশের বাইরের উন্নত সেন্টারে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। তারা জানান, পেটে পানি, ফুসফুসের সংক্রামনে বেশ অসুস্থ বেগম জিয়া। বাংলাদেশে এখন আর কিছু করার সুযোগ নেই।
চিকিৎসকরা আরও জানান, খালেদা জিয়া বলেই নয়, অন্য সাধারণ রোগী হলেও এ অবস্থায় তারা একই রকম চিকিৎসার পরামর্শ দিতেন।