ঢাকাFriday , 6 October 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ভারি বর্ষণের পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

    Link Copied!

    মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের সকল বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দুই দিন কোথায় কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগে ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

    আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

    এ অবস্থায় শুক্রবার (৬ অক্টোবর) দেশের সকল বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরমধ্যে সারা দেশের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

    আরও পড়ুন—    আন্তর্জাতিক সংকটেও দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিতঃ সংসদে প্রধানমন্ত্রী

    ভারি বর্ষণের এ প্রবণতা আগামীকাল শনিবার (৭ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের মতো ঘটনাও ঘটতে পারে।

    এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দুই দিন সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

    শুক্রবার সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পরবর্তী দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০