গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

ফের বাড়ছে যমুনা নদীর পানি

নিউজ ডেস্কঃ
জুলাই ২৫, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে তৃতীয় দফায় অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি। গত তিন দিনে যমুনা নদীর পানি প্রায় ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘন্টায় নদীর পানি ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার (২৫ জুলাই) সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ১ দশমিক ৯৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার মো. হাসানুর রহমান জানান, গত শনিবার (২৩ জুলাই) থেকে যমুনা নদীর পানি তৃতীয় দফায় বাড়তে শুরু করেছে। আজ নদীতে পানি বৃদ্ধির হার অনেকটা বেশি। একই সময়ে নদীর শহর রক্ষা বাঁধ ও কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে যথাক্রমে ৩০ ও ৩১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যা অস্বাভাবিক। আগামী অমাবস্যা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম চলছে। তাই যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে পানি বৃদ্ধির হার বেশি। যমুনা নদীর পানি বিপৎসীমার অনেক নিচে থাকায় এ মুহূর্তে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই।

নিউজ ডেস্কঃ

নিউজ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 818

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
সর্বশেষ
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আমাদেরকে ফলো করুন…