গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

বরিশালে বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর নবগ্রাম রোডের খান সড়কের মুখ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বরিশালে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের খান সড়কের মুখ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মিছিল করার জন্য মেট্রোপলিটন পুলিশের থেকে পূর্ব অনুমতি না নেওয়ায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি আনোয়ার হোসেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আটক নেতাকর্মীরা হলেন- মৃত হামজেদ আলী খাঁনের ছেলে সিরাজুল ইসলাম (৪১), মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে সোবহান হাওলাদার (৬০), ইমদাদুল হকের আব্দুল কাইয়ুম (২৮), মৃত লোকমান খানের ছেলে মেহেদী হাসান (২০), আবদুল শুকুর মাঝির ছেলে আনোয়ার হোসেন (৬২), মৃত সিকান্দর আলীর ছেলে মোহাম্মদ আলী (৬০), মৃত আব্দুল মালেকের ছেলে মোস্তাফিজুর রহমান (৫৬) ও আব্দুল জব্বার হাওলাদারের ছেলে মোহাম্মদ ইমরান (২৫)।

আরও পড়ুন-   মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

মিছিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সদস্য মিজানুর রহমান মাস্টার, জামায়াত নেতা শামসুল হক হাওলাদার, ২৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হেদায়েত সরদার, বরিশাল মহানগর জামায়াতে সদস্য রাজ্জাক মোল্লাসহ অন্যান্য নেতাকর্মী।

বিক্ষোভ মিছিলটি নবগ্রাম রোড খান সড়কের মুখে পৌঁছালে কোতোয়ালি মডেল থানা পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বিক্ষোভ মিছিল থেকে আট নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশ এবং দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, আজ সকালে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড এলাকায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর জামায়াত।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আগে থেকেই বিস্ফোরক আইনে মামলা ছিল। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।