ঠাকুরগাঁওয়ে পূর্বঘোষিত বিএনপি’র ও আওয়ামীলীগের কর্মসুচিকে ঘিরে চলছে ১৪৪ ধারা জারি। দুই রাজনৈতিক দল একইস্থানে কর্মসূচি ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রুহিয়া বাজারের আশপাশ এলাকায় মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সেখানে।
এ বিষয়ে রুহিয়া থানার ওসি সোহেল রানা শীর্ষ সংবাদদকে জানান, আইশৃংখলা অবনতি হোক এটা কারো কাম্য নয়। কে আগে কর্মসুচি দিলো কে পরে দিলো তা দেখার বিষয় নয়। মুল বিষয় হচ্ছে কর্মসুচি ঘিরে পরিস্থিতি খারাপ হতে পারে সে কারনেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন।