ঢাকাSunday , 23 July 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে থাকবেন ১৪ ম্যাজিস্ট্রেট

    Link Copied!

    নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে চট্টগ্রাম–১০ আসনের উপ-নির্বাচনে ১৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত ও সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনার জন্য ১২ জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে ১৬ জনের ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ জনের ফোর্স মোতায়েন থাকবে। সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশের তিনজন, আনসারের দুজন সদস্য থাকবেন। এ ছাড়া আনসারের ১০ জন সদস্য এবং একজন গ্রাম পুলিশ সদস্যও থাকবেন।

    অন্যদিকে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের একজন ও গ্রাম পুলিশের দুজন অতিরিক্ত সদস্য থাকবেন। এ ছাড়াও ভোটের এলাকায় নির্বাচনের দিন পুলিশের আটটি মোবাইল টিম ও চারটি মোবাইল স্ট্রাইকিং টিম, র‌্যাবের চারটি টিম ও চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকছে।

    আরও পড়ুন-   সুদানে দুপক্ষের ভারী লড়াই, নিহত ১৬ জন

    নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এ সংক্রান্ত পরিপত্র জারি করেছেন। বিভিন্ন বাহিনীর প্রধানকে পাঠানো ওই পরিপত্রে বলা হয়েছে, ৩০ জুলাই চট্টগ্রাম–১০ নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ ভূমিকার ওপর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান বহুলাংশে নির্ভর করছে। সব আইন প্রয়োগকারী সংস্থা সততার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করলেই সরকারের নিরপেক্ষতা জনগণের নিকট দৃশ্যমান হবে।

    চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম–১০ আসন। এ আসতে গত তিন বারের সংসদ সদস্য ছিলেন ডা. আফছারুল আমীন। গত ২ জুন তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৩০ জুলাই এ আসনের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ আসনে।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4983

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…