ঢাকাFriday , 19 August 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • গ্যাস-সংকটে পড়তে যাচ্ছে জার্মানি

    Link Copied!

    শীতকাল খুব একটা দুরে নয়। শীতকালে ঠান্ডা বাঁচতে ইউরোপরের প্রত্যেক ঘরে ঘরে হিটার জ্বলে। বেড়ে যায় গ্যাসের চাহিদা। কিন্তু নভেম্বরে আনুষ্ঠানিকভাবে শীত মৌসুম শুরুর আগেই ইউরোপ অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক রাষ্ট্র জার্মানি গ্যাস-সংকটে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

    গতকাল বৃহস্পতিবার জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুইলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূরণ করা। এটা কোনোমতেই সম্ভব নয়।’ অন্যদিকে নভেম্বরের মধ্যে পণ্যটির মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল, সেটা ব্যর্থ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

    গ্যাস-সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেন অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। তখন দেশটির গ্যাস মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত প্রায় ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও পরবর্তী সময়ে পরিকল্পনা অনুযায়ী তা সম্ভব হয়নি। কিছু গ্যাস মজুত ডিপোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুইলার।

    এ অবস্থায় গ্যাসের ব্যবহার নিয়ে সতর্ক হওয়া ছাড়া নাগরিকদের বিকল্প নেই জানিয়ে মুইলার বলেছেন, ‘শুধু আসন্ন শীত নয়। পরবর্তী শীতেও আমাদের গ্যাস নিয়ে টানাটানি থাকবে। তাই অন্তত এক বছরের গ্যাস-সংকট মোকাবিলার পরিকল্পনা নিয়ে এখন থেকেই আমাদের গ্যাসের ব্যবহার কমাতে হবে।’

    নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ইউরোপে গ্যাস, জ্বালানি তেলসহ বিভিন্ন রুশ পণ্যের রপ্তানি কমেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি সবচেয়ে বেশি রুশ গ্যাস ও জ্বালানিনির্ভর।

    শীর্ষসংবাদ/নয়ন

    আরও দেখতে পারেন-

    ভারতকে বলেছি হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে: পররাষ্ট্রমন্ত্রী
     বিলকিস বানু ধর্ষণের মামলা আবার কেন শিরোনামে?
    সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী: ডিএমপি কমিশনার
    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
     ২৮তম আবুধাবি আন্তর্জাতিক দাবায় বাংলাদেশ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০