biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাTuesday , 16 January 2024

এডেন সাগরে যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজে হুতিদের হামলা

Link Copied!

আবারও পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের এডেন উপসাগরীয় এলাকার জিব্রাল্টার ঈগল নামের যুক্তরাষ্ট্রের মালিকাধীন পণ্যবাহী একটি জাহাজে গতকাল বিকেলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লেগে যায়। তবে এ হামলায় কোনও হতাহতের ঘটনা বা বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিবিসি, এবিসি নিউজ সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন—    বাণিজ্যমেলা শুরু ২১ জানুয়ারি

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে জিব্রাল্টার ঈগল নামের ওই জাহাজের আগুন ধরে যায়। তবে এতে আরোহীদের কেউ আহত হননি বলে জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ঈগল বাল্ক শিপিং জানিয়েছে।

সমুদ্র পথের নিরাপত্তা নিয়ে কাজ করা একটি ব্রিটিশ প্রতিষ্ঠান বলেছে, ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার জবাবে মার্কিন-মালিকানাধীন এই জাহাজে হামলা হয়েছে।

আরও পড়ুন—    তীব্র শীত থাকবে চলমান; আছে বৃষ্টির সম্ভাবনাও

জিব্রাল্টার ঈগল জাহাজটিতে ইস্পাত পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ঈগল বাল্ক শিপিং জানায় হামলায় আরোহীদের কেউ আহত হননি। তাছাড়া জাহাজের ক্ষয়ক্ষতিও সামান্য। আক্রান্ত হওয়ার পরেও জাহাজটি গন্তব্যের পথে রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

হামলার দায় স্বীকার করে হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের নৌবাহিনী এডেন উপসাগরে মার্কিন একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সব জাহাজ ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

এসময় ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সব জাহাজ ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন—    সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতিরা। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, গাজায় ফিলিস্তিনের ওপর ইসরায়েল হামলা বন্ধ না করা পর্যন্ত তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে যাবে।

লোহিত সাগরে জাহাজগুলোকে হুতি হামলা থেকে রক্ষা করতে গত সপ্তাহে ইয়েমেনে হুতিদের একাধিক সামরিক অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ 
  • আমাদেরকে ফলো করুন…