বৃহস্পতিবার (১৮ আগস্ট) গণমাধ্যমের সামনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন ৬টা। বাংলাদেশের মানুষের সাথে ভুয়া জন্মদিনের নাটক আর কতদিন করবেন বলেও প্রশ্ন রেখেছেন কাদের। তিনি আরও বলেন, ৭১ পরাজিত শক্তিরাই ১৫ই আগস্ট ষড়যন্ত্র করেছিল। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দোলার সাথে যেমন ঘটেছিল বিশ্বাস ঘাতকতা, তেমনি বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা করেছিল জিয়াউর রহমানসহ অন্যরা।
আরও দেখুন- জ্বালানি তেল নিয়ে জনগণকেসুরসুরি দিচ্ছে বিএনপি-জামায়াতঃ জাকির হোসেন
অভিযোগ করে কাদের বলেন, বঙ্গবন্ধুর হত্যায় জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিরা সাহস পেত না।
এসময় সেতুমন্ত্রী আরও বলেন, কানাডা-আমেরিকা খুনিদের ফিরিয়ে দিচ্ছে না। আমরা খুনিদের ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। এটা বাংলার মানুষের দাবি। বঙ্গবন্ধুকে হত্যার সময় কোন রাজনৈতিক নেতা সাড়া দেয়নি। কারো কোন তাগিদ ছিল না। এ দায় রাজনৈতিক নেতাদের বয়ে বেড়াতে হবে।
আরও দেখুন- সারাদেশে সিরিজ বোমা হামলার ১৭ বছর
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলরা আন্দোলনে ব্যর্থ হলে দোষ সব আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেয়। তারা ১৩ বছর ধরে আন্দোলন করছে, দিন যায় মাস যায়, পদ্মার পানি কত শুকিয়েছে। কিন্তু আন্দোলন শেষ হয় না।
বর্তমান সংকটের কথা তুলে ধরে কাদের বলেন, বৈশ্বিক পরিস্থিতি মূল্য দিতে হচ্ছে শেখ হাসিনার সরকারকে। আমাদের কোন দোষ নেই, ধৈর্যহারা হবেন না, এদিন থাকবে না। মানুষ কষ্ট পাচ্ছে, কষ্ট লাঘবে উদ্যোগ চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। এ দুর্দিন কেটে যাবে। সুদিন ফিরে আসবে।
আরও দেখতে পারেন-
⇒ ১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার
⇒ লক্ষ্মীপুরে মোবাইল টাওয়ারের ঝোপে মেছো বাঘ
⇒ সিরিজ বোমা হামলার প্রতিবাদে সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে কালো পতাকা মিছিল
⇒ কমলো সোনার দাম
⇒ জন্মাষ্টমীর শোভাযাত্রা : বন্ধ থাকবে যেসব সড়ক