‘দুর্যোগ আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যকর ব্যবস্থা’ এ শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার( ১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন- নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরিনের, নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোঃ আব্দুল কদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ শওকত জামিল, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদসহ জনপ্রতিনিধি গণমাধ্যমকর্মী সহ আরো অনেকে।
পরে উপজেলা পরিষদ চত্বরে মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজিত কুমার ঘোষের নেতৃত্বে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।