নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার উপজেলা পাবলিক হলের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস পুনরায় সভাপতি এবং সাবেক পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবুল বাশার খান এখলাছের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি।
আরও পড়ুন- ত্রিবার্ষিক সম্মেলনে কে হচ্ছে মদন উপজেলার নৌকার মাঝি?
জেলা আ’লীগের সাধারন সাধারন সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল হাসান, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক-১ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান।
যুগ্ম সাধারন সম্পাদক নুর খান মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়, সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সহ-সভাপতি গোলাম রসুল তালুকদার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার।
সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতিকার উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শামছুর রহমান লিটন, মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।