দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাল্যবিবাহ সংঘটনের দায়ে দুজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তিরা হলেন বিরামপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আঃ ছবুরের ছেলে বর নাহিদ (২২) ও কনের মা হাকিমপুর উপজেলার হরেকৃষ্টপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী নাজনীন নাহার (৩৫)।
আজ রবিবার (৯ অক্টোবর) বেলা ১২ টার সময় উপজেলার হরেকৃষ্টপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ নুর- এ আলম এ দন্ড প্রদান করেন। এসময় বর নাহিদ (২২) কে ১ বছর ও কনের মা নাজনীন নাহার (৩৫) কে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।
আরও পড়ুন- ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে বিশাল আনন্দ র্যালি ও দোয়া মাহফিল
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ নুর- এ আলম বলেন,
গত ৫ অক্টোবর রাতে গোপনে পাশ্ববর্তী উপজেলায় বিয়ে পড়ানো হয় রেশমা আকতার ও নাহিদের । আজকে হরেকৃষ্টপুরে মেয়ের বাড়িতে মেয়েকে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়ার প্রস্তুতি চলছিল। সে সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদের এই কারাদন্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, কনে রেশমা আকতারের বয়স জন্মসনদ অনুযায়ী ১৫ বছর।