লক্ষ্মীপুর সদর ও রায়পুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার পালেরহাট এলাকায় সড়কে প্রাণ হারায় লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর মেধাবী ছাত্র মোঃ রাফি (২৩)। তাঁর বাড়ী রাজিবপুর এলাকায়।
এদিকে আমাদের রায়পুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রায়পুরে সকালে আদরের জামাতার জন্যে নাস্তা আনতে গিয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় নজির আহাম্মদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক শিক্ষক পালিয়েছে। মোটরসাকেল জব্দ করা হয়।
শনিবার সকাল নয়টার দিকে (৮ অক্টোবর) রায়পুর-হায়দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরমোহনা ইউপির চানা চত্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত ৯টার সময় উভয় পক্ষ মিমাংসা হয়ে থানায় লিখিত দিলে ১০টার সময় ওই বৃদ্ধকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত নজির আহাম্মদ চরমোহনা ইউপির দক্ষিন রায়পুর গ্রামের হাওলাদার বাড়ির মৃত এমদাদ উল্লা
র ছেলে। তার স্ত্রী ও পাচঁ সন্তান রয়েছে। ঘাতক মোটরসাইকেল চালক জেলার রামগতি উপজেলার চরদরবেশ গ্রামের কামাল বেপারি বাড়ির কামাল উদ্দিনের ছেলে হুমায়ুন কবির।
প্রত্যক্ষদর্শীরা জানান, নজির আহাম্মদ দীর্ঘবছর প্রবাসে ছিলেন। বর্তমানে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় এখন আর কাজ করেন না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি ঘরেই চা-নাস্তা খান।
শনিবার সকালে আদরের ছোট জামাতার জন্যে বাড়ির পাশের দোকান থেকে নাস্তা আনতে রাস্তা পার হওয়ার সময় নুরানি মাদরাসার শিক্ষকের দ্রুতগামি মোটরসাইকেলে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারাত্মক জখম হয় (ডান পা চারভাঙ্গা দেয়া) তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গির হোসেন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি আটক করা হয়েছে। রাত ১০টার সময় উভয়পক্ষ লিখিতভাবে মিমাংসা হলে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।