ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ রবিবার (৯ অক্টোবর) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল সোমবার (১০ অক্টোবর) থেকে যথারিতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু হবে।
আরও পড়ুন- দ্বিতীয় ওভারেই ফিরলেন মিরাজ
হিলি পানামা পোর্ট লিমিটেড জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দরের পন্য লোড আনলোড সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল থেকে বন্দরের সকল কার্যক্রম চালু থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান জানান, আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।