নারী এশিয়া কাপে ভারতের কাছে ৫৯ রানে হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে সেমিফাইনালের শঙ্কায় বাংলাদেশ। সাত দলের টুর্নামেন্টে সমান ৪ পয়েন্ট নিয়ে টাইগ্রেসদের ঘাড়ে নিশ্বাস ফেলছে থাইল্যান্ড।
শনিবার (৮ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট নেমে ৭ উইকেট হারিয়ে ১০০ রান তুলে টাইগ্রেসরা। ফলে ৫৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের।
১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই খেলতে হতো আক্রমণাত্মক ক্রিকেট। কিন্তু বাংলাদেশের দুই ওপেনারের ভেতর দেখা গেল না তেমন কিছু। প্রথম বাউন্ডারির জন্য অপেক্ষা করতে হলো ১২তম বল অবধি। নবম ওভারের প্রথম বলে ভাঙল উদ্বোধনী জুটি। স্কোরবোর্ডে তখন ৪৫ রান।
২৫ বলে ২১ রান করে স্নেহা রানার বলে স্মৃতি মান্ধানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান মুর্শিদা। ৪০ বলে ৩০ রান করেন আরেক উদ্বোধনী ব্যাটার ফারজানা হক। মাঝে ৩ বল খেলে কোনো রান না করেই রান আউট হন রুমানা আহমেদ। রান তোলার তাড়া একটু দেখা যায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মধ্যে।
আরও পড়ুন- ইসলাম প্রচারের কারণে আলেম-ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছেঃ মির্জা ফখরুল
ক্রিজে এসে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু তার ২৯ বলে ৩৬ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান তোলে ভারত। তাদের ওপেনিং জুটিই হয়েছে ৯৬ রানের।
দুই ওপেনারের মধ্যে শেফালি ভার্মা ৪৪ বলে ৫ চার ২ ছক্কায় ৫৫ এবং অধিনায়ক স্মৃতি মান্ধানা ৩৮ বলে ৬ চারে ৪৭ রান করেন। তিনে নেমে জেমিমা রদ্রিগেজ ২৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। দিপ্তি শর্মা করেন ৫ বলে ১০ রান।
রুমানা আহমেদ নেন ২৭ রানে ৩ উইকেট। ১টি নেন সালমা খাতুন।
সাত দলের টুর্নামেন্টে সেমিফাইনালে জায়গা করতে সেরা চারে থাকতে হবে দলগুলোকে। ভারতের বিপক্ষে খেলার আগে প্রথম তিন ম্যাচের দুটো হেরে বাংলাদেশের অবস্থান ছিল চার নম্বরে। বড় ব্যবধানে আজ ভারতের কাছে হেরে পয়েন্ট টেবিলে না পেছালেও রান রেটে ব্যাপক পিছিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতে সেমিফাইনালের সম্ভাবনা নিয়ে এখন ভাবতের হচ্ছে ফারজানা-তৃষ্ণাদের। কারণ সমান ৪ পয়েন্ট নিয়ে টাইগ্রেসদের ঘাড়ে নিশ্বাস ফেলছে থাইল্যান্ড।