বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলে ছাত্রলীগের নির্যাতনে মারা যাওয়া আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আবরার ফাহাদ স্মৃতি সংসদের কর্মসূচি শেষে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচির প্রাক্কালে এ হামলা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুয়েট ছাত্র আবরার ফাহাদ স্মরণে সমাবেশের আয়োজন করে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’। বিকেল ৪টায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও একই ইস্যুতে কর্মসূচি শুরুর প্রস্তুতি নেয়।
আরও পড়ুন- পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি
অন্যদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পাশেই ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থান নেয়।
ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, পাইপ হাতে হামলা করে। সমাবেশের চেয়ার, ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে তারা।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন বলেন, আমাদের কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে ১০ জন আহত হয়েছে।
এময় সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব হোসেনকে দেখা গেছে। জানতে চাইলে তিনি বলেন, তারা (হামলার শিকাররা) বহিরাগতদের নিয়ে উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছিল। প্রক্টরিয়াল টিমসহ সাধারণ শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা করে।