ঢাকাThursday , 6 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ন্যাটোর সদস্য পদ নিয়ে ইউক্রেনকে যা বলল ইইউ

    Link Copied!

    রাশিয়ার সঙ্গে সাত মাস ধরে চলা যুদ্ধ থামাতে ইউক্রেনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ যুদ্ধ বন্ধে ইউক্রেনের ভূমিকা সন্তোষজনক না হলে বহুল প্রতীক্ষিত ন্যাটোর সদস্যপদও দেশটি পাবে না বলে সতর্ক করেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন।

    বুধবার ফ্রান্সের টিভি চ্যানেল বিএফএমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন থিয়েরি ব্রেটন।রুশ-ইউক্রেনীয় বাহিনীর চলমান যুদ্ধকে ন্যাটোর সদস্যপদ লাভে ইউক্রেনের সবচেয়ে বড় বাধা উল্লেখ করেন থিয়েরি ব্রেটন।

    আরও পড়ুন- মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

    ব্রেটন বলেন, ন্যাটোর সদস্যপদ লাভের জন্য অভ্যন্তরীণ শান্তির শর্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে আপনি যদি সত্যিই ন্যাটোর সদস্যপদ চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার দেশের শান্তি পরিস্থিতি থাকতে হবে। এটি সদস্যপদ লাভের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। দুঃখজনক হলেও সত্য ইউক্রেনে এখন যুদ্ধ চলছে। এ যুদ্ধ থামাতে ইউক্রেনের ভূমিকা যদি সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে ইউক্রেনের ন্যাটো সদস্যপ্রাপ্তির পদটি ঝুলে থাকবে।

    গত শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনকে দ্রুত পূর্ণ সদস্যপদ দিতে ন্যাটো নেতাদের তাগাদা দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ভিডিওবার্তায় তিনি প্রশ্ন করেন— ইউক্রেন যেখানে ন্যাটোর ‘ডি ফ্যাক্টো’ সদস্য হয়েই আছে, সেখানে লিখিতভাবে (ইউক্রেনকে) পূর্ণ সদস্য করে নিতে ন্যাটোর বাধা কোথায়?

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০