গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

শীর্ষ সংবাদ প্রতিবেদনঃ
সেপ্টেম্বর ১১, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
  • বৈশ্বিক পরিস্থিতি আরও ভয়াবহ হবে, সতর্ক করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Link Copied!

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে তার।

শনিবার রাতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ তথ্য জানা যায়।

আরও পড়ুন-  রানির মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

জানা গেছে, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সাধারণত লন্ডনে অবস্থান করে থাকেন। সেখান থেকে ১৮ সেপ্টেম্বর তার নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। কিন্তু উনি লন্ডনে একদিন বাড়তি থেকে ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদান শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে নিউইয়র্ক সফর করার কথা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরে অবস্থান করবেন। এরমধ্যে আগামী ২৩ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে বরাবরের মতো বাংলা ভাষায় বক্তব্য রাখবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5140

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।