আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা নাশকতায় জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্দির প্রাঙ্গণ এলাকায় বাড়তি নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবধরনের নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে মণ্ডপগুলোতে স্থায়ীভাবে থাকবে আনসার সদস্য।
আরও পড়ুন- জিয়া অস্ত্র দিয়ে যুবকদের বিপথে পাঠিয়েছিলঃ প্রধানমন্ত্রী
তিনি বলেন, গত বছর কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা নিয়ে যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতেই কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার এ বছর। প্রতিটি মণ্ডপে পূজা আয়োজন কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক রাখতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।