গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান। বৃহস্পতিবার (২৭ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

একই প্রজ্ঞাপনে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়া, মো. মামুনুর রশীদ, এস. এম তাসমিরুল ইসলাম।
তিনি দীর্ঘদিন সুপ্রিম কোর্টে বেশ সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছেন। ট্রাইব্যুনাল গঠনের পর আসামিপক্ষের আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করেছেন।

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের নদীভাঙা মানুষের অধিকার আদায়ের সংগঠন ‘কমলনগর-রামগতি বাঁচাও’ মঞ্চের আহ্বায়ক তিনি। এ ছাড়াও নদী রক্ষা, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে দেখা গেছে তাকে।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল বছরের অক্টোবরে হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর অ্যাডভোকেট মো. তাজুল ইসলামকে চিফ প্রসিকিটর এবং পর্যায়ক্রমে প্রসিকিউটর নিয়োগ দিয়ে চলছে জুলাই গণঅভ্যুত্থানসহ মানবতাবিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম।

–কালের কন্ঠ

নিউজ ডেস্কঃ

নিউজ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 818

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।