সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন গ্রামের মাঠ থেকে বিদ্যুৎ লাইন থেকে ট্রান্সফরমার চুরি হচ্ছে। গত দিন দশেক সময়ে পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি, মনিরপুর, রাঘববাড়ীয়া, বেতবাড়ী, মকান্তপুর, বনবাড়ীয়া, বেতকান্দি গ্রামের মাঠ থেকে বেশ কটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বন্যাকান্দি গ্রামের আলিমউদ্দিন বলেন, রাতের আধারে মাঠের বিদ্যুৎ লাইনের খুটি থেকে ট্রান্সফর্মার চুরি হয়ে গেছে।
আরও পড়ুন— দুই সিটি করপোরেশনসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহা ব্যবস্থাপক আবু আশরাফ মোঃ ছালেহ বিভিন্ন এলাকার মাঠ থেকে ট্রান্সফরমার চুরি হচ্ছে জেনে মাঠ পর্যায়ে পরিদর্শন করে
কৃষকদেরকে সাথে কথা বলেছেন। এছাড়াও উল্লাপাড়া মডেল থানা পুলিশকে ট্রান্সফর্মার চুরির বিষয়টি জানানো হচ্ছে।
উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মাঠ থেকে ট্রান্সফর্মার চুরির বিষয় নিয়ে কেউ অভিযোগ করেননি। বিভিন্ন মাধ্যমে ট্রান্সফরমার চুরির বিষয় জেনেছেন বলেও জানান এই কর্মকর্তা। তবে, এ বিষয়ে তিনি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন।