১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে “এস.এস.সি-২০০০ ব্যাচ- লক্ষ্মীপুর” এর জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হয়েছে “লক্ষ্মীপুর রয়্যালস্” দলের নিজস্ব স্থায়ী জার্সি।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরের কুটুম বাড়ি কমিউনিটি সেন্টারে জার্সি উন্মোচনের এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করে “এস.এস.সি-২০০০ ব্যাচ- লক্ষ্মীপুর” ।
এসময় “লক্ষ্মীপুর রয়্যালস্” দলের সদস্যরা এবং “এস.এস.সি-২০০০ ব্যাচ– লক্ষ্মীপুর” এর সদস্যরা জার্সি গায়ে দিয়ে ফটোসেশন করার পাশাপাশি, দীর্ঘদিন পর এক-অপরকে কাছে পেয়ে স্মৃতির পাতা থেকে আড্ডা-গল্পে মেতে ওঠেন।
আরও পড়ুন— দিনের দু’টি ম্যাচেই জয় ছিনিয়ে আনলো “লক্ষ্মীপুর রয়্যালস্”
“এস.এস.সি-২০০০ ব্যাচ- লক্ষ্মীপুর” এবং “লক্ষ্মীপুর রয়্যালস্” দলের সদস্যরা বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরে কর্মরত রয়েছেন। জেলা, উপজেলা পর্যায়ে বিভিন্ন সামাজিক ও জনহিতকর কার্যক্রমের সঙ্গেও জড়িত আছেন তারা।
“লক্ষ্মীপুর রয়্যালস্” দলের জার্সির সংক্ষিপ্ত বিবরণঃ
জার্সির মনোগ্রামে “লক্ষ্মীপুর রয়্যালস্” এর সিম্বল এর মাঝে রয়েছে ৬টি তারকা চিহৃ। যা দিয়ে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর মডেল থানা, চন্দ্রগঞ্জ, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ এ ৬টি থানার নামকে বুঝানো হয়েছে।
এছাড়াও জার্সিতে রয়েছে লক্ষ্মীপুর জেলার মানচিত্র। এবং সেখানেও পাঁচটি উপজেলার আলাদা মানচিত্র দেখানো হয়েছে। মানচিত্রের সেই নকশায় রয়েছে বিখ্যাত নারিকেল, সুপারি, সয়াবিন ও ইলিশ’র প্রতিচিত্র। যেগুলো লক্ষ্মীপুরের ঐতিহ্যকে ধারণ করে।
আরও পড়ুন— লক্ষ্মীপুরে খেলাঘরের ৩য় সম্মেলন অনুষ্ঠিত
নারিকেল-সুপারির জন্য লক্ষ্মীপুর জেলা বিখ্যাত হলেও গত কয়েক বছর ধরে এখানকার ফসলের মাঠে ব্যাপক সয়াবিন উৎপাদন হয়। সেই সাথে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ঝাঁকে-ঝাঁকে সুস্বাদু ইলিশ।
এজন্য জার্সির মাধ্যমে “লক্ষ্মীপুর রয়্যালস্” দল তাদের জেলার ইতিহাস ও ঐতিহ্য দেশ-বিদেশ ছড়িয়ে দিবে। এমনটাই স্বপ্ন দেখেন এ সংগঠনের সকল সদস্যরা।
ইতিমধ্যে ঢাকা এবং লক্ষ্মীপুরে বেশ কিছু টুর্নামেন্টে অংশগ্রহণ করে খুবই ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সারা দেশব্যাপী জেলার সুনাম ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে “লক্ষ্মীপুর রয়্যালস্” দল।
আর এবার নিজস্ব জার্সি উন্মোচন এবং আরো বেশকিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার ঐতিহ্য এবং সুনাম দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও ছড়িয়ে দিবে এমনই স্বপ্ন দেখেন দলের সাথে সংশ্লিষ্ট সকল সদস্যরা।