দূরবর্তী দ্বীপ কিনমেনে অজ্ঞাত একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তাইওয়ান। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর কেন্দ্র করে প্রণালির দুই পাশে উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল। এর আগে গতকাল তাইওয়ানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তাদের ভূখণ্ডে আক্রমণ হলে তারা পাল্টা আক্রমণ করতে বাধ্য হবেন।
এছাড়া একইদিন চীনের ড্রোনের দিকে তাইওয়ানের একজন সেনার পাথর ছোড়ার দৃশ্য ভাইরাল হয়।
চীনা উপকূলের কয়েক কিলোমিটারের মধ্যে তাইওয়ানের কিনমেন দ্বীপ অবস্থিত। সম্প্রতি এই অঞ্চলে চীনের ড্রোন উড্ডয়ন বৃদ্ধি পেয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ৩০ বছরে তাইওয়ানের সেনাবাহিনীর যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজে গুলি করার ঘটনা বিরল।
কারণ সেগুলো বেসামরিক কিংবা সামরিক তা নির্ণয় করা কঠিন।- আল জাজিরা