biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাThursday , 9 November 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • রায়পুরে মেঘনায় ড্রেজিংয়ে বালু লুটঃ দুই বালু দস্যুকে ৬ মাসের কারাদণ্ড

    Link Copied!

    লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের সময় মোহাম্মদ আলী (৫৫) নামের আরেক বালু দস্যুকে আটক করা হয়েছে। সে চরবংশী গ্রামের ফজলুল করিম খাঁর ছেলে।

    বুধবার রাতে (৮ নভেম্বর) তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। অবৈধ ড্রেজার মেশিনটি ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এছাড়াও গত ১ নভেম্বর মিয়ারহাট এলাকার থেকে বালু দস্যু হাসেম সৈয়ালকে আটক করে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডদেয়া হয়। আটকের সংবাদ পেয়ে আশেপাশ থেকে ৬ জন বালু দস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

    এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ। এসময় তার সঙ্গে ছিলেন উত্তর চরবংশী ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার সহ পুলিশ ও আনসার সদস্যরা।

    আরও পড়ুন—    

    ইউএনও অনজন দাশ বলেন, মোবাইল কোর্ট পরিচালনা কালে রায়পুরের চরবংশী ইউপির চরঘাসিয়া এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু তোলার অপরাধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর ৭ক ধারা লংঘনে উক্ত আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত মোহাম্মদ আলী খাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত ড্রেজার মেশিনটি ইউনিয়নের চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়েছে।

    সহযোগিতায় ছিলেন, চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন হাওলাদার, আবু সালেহ মিন্টু ফরায়েজি, হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ এবং আনসার সদস্যবৃন্দ।

    উল্লেখ্য- রায়পুরের মেঘনা উপকূলীয় এলাকার রাহুলঘাট, সাজু মোল্লার ও আলতাফ মাষ্টারের ঘাট সহ ২০ স্থানে অবৈধ ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে ২০ বলু দস্যু বালু লুটে নিচ্ছে মাসে পর মাস। এতে একদিকে যেমন ভাঙনের শিকার হচ্ছেন চরাঞ্চলের হাজার পরিবার। অপরদিকে হুমকিতে রয়েছে রক্ষা বাঁধসহ বিশাল চর এলাকা। হাজার হাজার একর ফসলি জমি ও বসতভিটা বাঁচাতে অবৈধ ড্রেজার বন্ধের দাবি ছিন্নমূল পরিবারগুলোর।

    আরও পড়ুন—    

    উপজেলার যেসবস্থানে বালু উত্তোলন হচ্ছে- দক্ষিন চরবংশী ইউপির পানির ঘাট, ভাংগাটেক জায়গায় ইউপি সদস্য দিদার মোল্লা, আ’লীগ নেতা শাহজালাল রাহুল ও স্থানীয় আ’লীগ নেতা মনির হোসেন মোল্লা তার অনুসারী বাবুল মোল্লার মাধ্যমে ও দুলাল সৈয়াল, মিয়ারহাট (রাহুলঘাট) হাসেম চৌকিদার, বাবুল বেপারি, সৈয়লগো বাজারের মোতালেব সৈয়াল, ভায়রা ঘাটে মামুন ও হাজিমারা সুইজগেইট খালপার এলাকায় জামাল, জুলহাস মোল্লা, ফারুখ সৈয়ালসহ আলতাফ মাষ্টারের ঘাটের পশ্চিম পাড়ে প্রভাবশালী দুই বালু দস্যু। উত্তর চরআবাবিল ইউনিয়নের তুলাতুলি স্থানে আমির হোসেন, সোহেল হাওলাদার, আরিফুর রহমান মিষ্টার, শহড় আলী মোড়ে হারুন খাঁ ও পুরান বেরির পু্র্ব মাথায় মোহাম্মদ আলী খাঁ ও আলমগীর বেপারি ও তালতলা গ্রামে বিল্লাল কবিরাজ, ঝাউডুগিগ্রামে কামাল ও আনোয়ার।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…