পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদার দুই কর্মকর্তা ও উপ-পুুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বুধবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
বদলি কর্মকর্তাদের মধ্যে- এন্টিটেররিজম ইউনিটের প্রধান মো. কামরুল আহসানকে পুলিশ সদরদপ্তরে (প্রশাসন) দায়িত্ব দেওয়া হয়েছে। আর এন্টিটেররিজম ইউনিটের প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনকে।
এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ডিআইজি জামিল আহমেদকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।