নির্বাচনের ধোঁয়া তুলে প্রতিদিনই যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে চায়, তারা আসলে নির্বাচন চায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি করে বলেন, ‘বাঙালি জাতির ভাগ্য নিয়ে আর কাউকেই ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’
মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যে চক্রান্ত হয়েছিলো, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মা সেতু ও রেল প্রকল্প আজ বাস্তবে।’
তিনি বলেন, বাঙালি জাতিকে আমি আহ্বান করবো, বাঙালি জাতির ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, বাংলাদেশ জাতির পিতার আদর্শ নিয়েই এগিয়ে যাবে, মাথা তুলে দাঁড়াবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি আমরা গড়ে তুলবো, এটাই আমাদের লক্ষ্য।
আরও পড়ুন— জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রেললাইন ভাঙ্গা থেকে যশোরে সংযোগ হবে, যশোর থেকে মোংলা পোর্ট পর্যন্ত সংযোগ হচ্ছে। আরেকটি প্রকল্প আমাদের মাথায় আছে, অ্যালাইনমেন্ট ঠিক করেছি, সেটা হচ্ছে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে ঝালকাঠি, পটুয়াখালী হয়ে একেবারে পায়রা পর্যন্ত নেওয়ার পরিকল্পনা আছে, ফিজিবিলিটি স্টাডি চলছে। তবে এটা কঠিন কাজ, আমাদের মাটির সক্ষমতা একটু কম। তবুও আমাদের প্রচেষ্টা আছে। আমাদের লক্ষ্য ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করা। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।’
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভোগান্তি কমিয়ে নতুন স্বপ্ন নিয়ে গত বছরেই চালু হয়েছিলো পদ্মা সেতু। এর প্রায় ১৫ মাস পর ট্রেন চলাচলের মাধ্যমে পূর্ণতা পেলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। দ্বিতল সেতুর নিচের অংশ দিয়ে ঢাকা থেকে আপাতত ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাবে ট্রেন, যার পরিকল্পনা যশোর পর্যন্ত। এই যোগাযোগ ব্যবস্থায় আর্থ সামাজিকভাবে উপকৃত হবেন এ অঞ্চলের মানুষ।
আরও পড়ুন— মদনে কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশন থেকে প্রথম ব্যক্তি হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের সাথে সাথে এগিয়ে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন সোপান। পদ্মাসেতু হয়ে প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেন চলে যায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত।
এর আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মাওয়া রেলস্টেশনের পাশে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করে বলেন, ‘৭৫ এর পর দীর্ঘ ২৯ বছর আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই জনগনের কল্যানে কাজ করেনি।’
পদ্মা সেতু নিয়ে দেশী বিদেশী চক্রান্তের কথাও স্মরন করিয়ে দেন প্রধানমন্ত্রী। যোগাযোগ খাতে রেলের সার্বিক উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ উল্লেখ করেন সরকার প্রধান শেখ হাসিনা।