ঢাকাSaturday , 7 October 2023

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনঃ রাজনৈতিক বিজ্ঞাপনে বিপুল অর্থ ঢালছেন প্রার্থীরা

Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক বিজ্ঞাপনের খরচ বেড়েছে অনেক গুণে। নির্বাচনের এখনও বাকি প্রায় এক বছর। তবে চলতি বছর প্রথম ৮ মাসেই প্রেসিডেন্ট প্রার্থীরা রাজনৈতিক প্রচার-প্রচারণা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় খরচ করেছেন ৮৩ কোটি ৪০ লাখ ডলার। যা গত নির্বাচনের খরচের তুলনায় ৭৫ শতাংশ বেশি। বিশ্লেষকদের ধারণা, নির্বাচনী প্রচারণার জন্য ২০২৩ সালের খরচ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। জমে উঠেছে প্রচার-প্রচারণা। এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। টেলিভিশন, রেডিও থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় চলছে রাজনৈতিক বিজ্ঞাপন। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় খরচ করছেন বিপুল পরিমাণ অর্থ।

আরও পড়ুন—    উল্লাপাড়ায় জন্ম ও মৃত্যু দিবস পালিত

বিজ্ঞাপন পর্যবেক্ষণকারী সংস্থা এডইমপ্যাক্টের তথ্য বলছে, রিপাবলিকান দলের প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিজ্ঞাপনে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর এখন পর্যন্ত তিনি খরচ করেছে প্রায় ২২ কোটি মার্কিন ডলার।

পিছিয়ে নেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও। ফ্লোরিডার গভর্নর রন ডি সানতিসও নির্বাচনী প্রচারণায় প্রচুর ব্যয় করেছেন। পলিটিক্যাল অ্যাকশন কমিটি-পিএসি এখন পর্যন্ত সানতিসের প্রচারণার জন্য খরচ করে ৩ কোটি ৭৪ লাখ ডলারের বেশি। যার বেশিরভাগই ব্যয় হয়েছে আইওয়াতে।

দক্ষিণ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালিও পিছিয়ে নেই প্রচারণায়। এখন পর্যন্ত বিজ্ঞাপনের জন্য ১ কোটি ৪১ লাখ ডলার খরচ করেছেন তিনি। অ্যাডইমপ্যাক্ট বলেছে, হ্যালির প্রচারণা সংস্থা পিএসি এখন পর্যন্ত পঞ্চম বৃহত্তম বিজ্ঞাপনদাতা।

আরও পড়ুন—    ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঝড়ে ২ গ্রাম লন্ডভন্ড

রাজনৈতিক প্রচারণায় পিছিয়ে নেই ডেমোক্র্যাটরাও। জো বাইডেন পুনরায় প্রেসিডেন্ট হতে বিজ্ঞাপনে ঢালছেন বিপুল পরিমাণ অর্থ। নির্বাচনী প্রচারণায় তার খরচ কোনও কোনও ক্ষেত্রে প্রাইমারি রিপাবলিকান প্রার্থীকেও ছাড়িয়ে গেছে। চলতি বছরে এখন পর্যন্ত অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, পেনসিলভানিয়া এবং নর্থ ক্যারোলাইনায় ব্যয় করেছেন ৫০ লাখ মার্কিন ডলার।

অ্যাডইম্প্যাক্টের এই তালিকায় শুধু প্রেসিডেন্ট প্রার্থী নয়; সিনেট, হাউস এবং অন্যান্য অঙ্গরাজ্য ও স্থানীয় প্রার্থীদের বিজ্ঞাপনের খরচও রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০