রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৪ টাকা কমিয়ে নতুন দাম ৯৯ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। যা আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
আরও পড়ুন- রামগড়ে মাছের পোনা ও প্রদর্শনী উপকরণ বিতরণ
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।