বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় মিয়ানমার থেকে নিক্ষেপ করা মর্টার শেল পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মাসুদ বিন মোমেন বলেন, ‘আজ আমরা তাকে ডেকেছি। একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছি। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেটা বলেছি। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি।’ গতকাল রবিবার বিকালের দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা ৩টি মর্টার শেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রর উত্তর মসজিদের কাছে আছড়ে পড়ে। ১২০ মিলিমিটার দৈর্ঘ্যের মর্টার শেলগুলো বিস্ফোরিত না হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করে। এ ব্যাপারে বিজিবির হেড কোয়ার্টারের পরিচালক (অপারেশন) মেজর ফয়েজুর রহমান গতকাল রবিবার জানিয়েছিলেন, সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির জোয়ানরা।
জে এম আলী নয়ন
সর্বমোট নিউজ: 4965