biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাThursday , 14 September 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • এস আলমের আবেদন নথিভুক্ত, সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা দেননি চেম্বার আদালত

    Link Copied!

    আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেছেন, ‘দুর্নীতির তথ্য পেলে গণমাধ্যম রিপোর্ট করবে সেটাই স্বাভাবিক। এখানে নিষেধাজ্ঞা দেয়ার সুযোগ কোথায়? তবে প্রকাশিত রিপোর্ট সত্য না মিথ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত কিনা সেটা বিচার করার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে। গণমাধ্যম কি রিপোর্ট করবে, কি রিপোর্ট করবে না সেক্ষেত্রে কি কোন নিষেধাজ্ঞা দেয়া যায়? যায় না। তবে সবারই নীতিমালা মেনে চলা উচিত।

    বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিদেশে সম্পদের বিষয়ে সংবাদ, বিবৃতি, মতামত ও অনলাইনে কোনো রিপোর্ট ও ভিডিও প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ মন্তব্য করেন তিনি।

    এস আলমের কৌসুলি ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি আদালতে বলেন, এস আলমের বিষয়ে একটা অভিযোগ এসেছে। যেটা একটা বিরোধপূর্ণ বিষয়। আমাদের মনে হচ্ছে এস আলম নিয়ে একটা মিডিয়া-ট্রায়াল হচ্ছে। এখন আমার বক্তব্য হলো, মিডিয়া ট্রায়াল চলবে না কোর্টের ট্রায়াল চলবে।

    আরও পড়ুন-   গত ২৫ বছরে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প

    এ পর্যায়ে বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, সবাই আমরা মিডিয়া ট্রায়ালের শিকার। রায় পক্ষে গেলে ঐতিহাসিক, বিপক্ষে গেলে ফরমায়েশি এমনটাই দেখে আসছি। কোন রায় বা আদেশ দিলে একেক পক্ষে একেক রকম ব্যাখা দিয়ে থাকেন বিভিন্ন মাধ্যমে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা অসহায় অবস্থার মধ্যে আছি। এ কারণে আইনজীবীদের লক্ষ্য রাখা উচিৎ যাতে আদালতের মর্যাদা অক্ষুণ্ণ থাকে, কোনভাবেই সেটা ক্ষুণ্ণ না হয়। এটা রক্ষার দায়িত্বও বারের আইনজীবীদের।

    এর আগে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ ‘এস আলম’স আলাদিন’স ল্যাম্প’(এস আলমের আলাদিনের চেরাগ) শিরোনামে ৪ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি নজরে এলে হাইকোর্ট গত ৬ আগস্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম গ্রুপের মালিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে প্রতিবেদনে আসা অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে আদেশ দেন হাইকোর্ট।

    গত ৬ আগস্ট দেওয়া ওই আদেশের বিরুদ্ধে এস আলম ও তাঁর স্ত্রী আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। ২৩ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত বিষয়বস্তু সম্পর্কে সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন এবং আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিলটি শুনানির জন্য আগামী বছরের ৮ জানুয়ারি দিন ধার্য করেন। এই লিভ টু আপিল সূত্রে এস আলম ও তাঁর স্ত্রী ফারজানা নিষেধাজ্ঞা ও নির্দেশনা চেয়ে আবেদনটি করেন।

    আরও পড়ুন-   শেরপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

    আবেদনটি দায়েরের পর এস আলম ও তাঁর স্ত্রীর অন্যতম আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন বলেছিলেন, চেম্বার আদালতের ওই আদেশের পরও বিষয়বস্তুকে স্পর্শ করে আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ডেইলি স্টার-এর প্রতিবেদন যিনি হাইকোর্টের নজরে এনেছিলেন) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিমত দিয়েছেন। এ অবস্থায় লিভ টু আপিলের বিষয়বস্তু সম্পর্কে স্পর্শ করে এমন বিবৃতি, মতামত, সংবাদ, ভিডিও প্রকাশ বা সম্প্রচার থেকে চারটি গণমাধ্যমসহ সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও আইনজীবী সৈয়দ সায়েদুল হককে বিরত রাখতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করা হয়েছে। এই আবেদনে লিভ টু আপিলের বিষয়বস্তুকে স্পর্শ করে সৈয়দ সায়েদুল হকের অনলাইনে প্রচারিত ভিডিও অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য (অফলোড) তাঁর প্রতি নির্দেশ দেওয়ার আরজিও রয়েছে।

    সম্প্রতি এস.আলমের উপর গণমাধ্যমে সংবাদ প্রকাশের উপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন দেয়। আজ এই আবেদনের শুনানিতে আজমালুল হোসেন কেসি বলেন, এভাবে এস. আলম সম্পর্কে বক্তব্য প্রদান কতটা সঠিক। আমি হাইকোর্টে যেতে পারছি না, কারণ চেম্বার আদালতের স্থিতিবস্থা আছে। সালাম মুর্শেদীর মামলায় গণমাধ্যমের ওপর সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই আদেশ আমরা প্রার্থনা করছি।

    দুদক কৌসুলি খুরশীদ আলম বলেন, গণমাধ্যমের রিপোর্ট হলো আমাদের অন্যতম সোর্স। কমপক্ষে ৫০ ভাগ মিডিয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা অনুসন্ধান করে থাকি। এখন মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে আমরা এই তথ্য-উপাত্ত পাব না।

    আরও পড়ুন-   ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করল সরকার

    এ পর্যায়ে বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশের পর তো কোন সংবাদ প্রকাশ করেনি। বিচারকে প্রভাবিত করে এমন কোন প্রতিবেদনও তো দেখতে পাচ্ছি না। নতুন করে যদি কিছু প্রকাশ করে তাহলে আপনার সংক্ষুব্ধ হওয়ার সুযোগ ছিলো। সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার দেয়ার মত কোন প্রাথমিক উপাদান দেখতে পাচ্ছি না।

    তিনি বলেন, কেউ যদি যা ইচ্ছে তাই লিখে সেজন্য সুনির্দিষ্ট আইনে প্রতিকারের বিধান রয়েছে।

    শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের ওপর নিষেধাজ্ঞার আবেদনটি নথিভুক্তের আদেশ দেন।

    এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের বিদেশে সম্পদের বিষয়ে সংবাদ, বিবৃতি, মতামত ও অনলাইনে কোনো ভিডিও প্রকাশ বা সম্প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন নথিভুক্ত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আদালত বলেছেন, আবেদনকারী চাইলে আবেদনকারী চাইলে আগামী বছরের ৮ জানুয়ারি লিভ টু আপিলের সঙ্গে এই আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পেশ করার সুযোগ থাকবে। এ সময় এস. আলম গ্রুপের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

     

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…