biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSaturday , 26 August 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • ট্রেনের কামরায় চা বানাতে গিয়ে ১০ জনের মৃত্যু!

    Link Copied!

    আবারও এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকল ভারত। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মাদুরাই জেলায় ট্রেনের কামরায় আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ।

    শনিবার (২৬ আগস্ট) ভোরে তামিলনাড়ুর মাদুরাই শহরের একটি রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে এ অগ্নিকাণ্ড ঘটে।

    দেশটির কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণাঞ্চলীয় শাখা জানিয়েছে, কামরাটিতে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ভোরে মাদুরাই এসে পৌঁছেছিল ট্রেনটি।

    ভারতে ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বহন নিষিদ্ধ। যে সিলিন্ডারটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সেটি ওই কামরার কোনো এক যাত্রীর ছিল বলে জানা গেছে প্রাথমিক অনুসন্ধানে।

    আরও পড়ুন-   স্বামী-স্ত্রীর কলহে প্রাণ গেল শিশু সন্তানের

    কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণাঞ্চলীয় শাখা শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে ট্রেনের ওই কামরাটিতে আগুন লাগার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

    প্রাথমিক ভাবে এই অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ প্রকাশ করেছে রেল।

    প্রতিবেদন অনুযায়ী, আগুনে বিধ্বংস ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। সেটি মাদুরাই রেল স্টেশনের বাইরে বোড়ি লেনে দাঁড়িয়ে ছিল ঘটনার সময়। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

    যাত্রীদের মধ্যে কয়েকজন পোর্টেবল এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চা তৈরি করছিলেন। তা থেকেই বিপত্তি ঘটে বলে প্রাথমিক ভাবে অনুমান রেল কর্তৃপক্ষ। জানা গেছে, লখনউ থেকে পর্যটকরা একটি কামরা ভাড়া করেছিলেন ট্রেনের। সেই কামরাটি মাদুরাই-পুনালুর এক্সপ্রেসের সঙ্গে করে এসেছিল। ভোর চারটার দিকে সেটি মাদুরাই এসে পৌঁছায়। পর্যটকদের ভাড়া করা কামরাটি আর স্টেশনে যায়নি। সেটি স্টেশন থেকে ১ কিমি দূরেই দাঁড় করানো হয়।

    আরও পড়ুন-   আন্দোলনে ব্যর্থ হয়ে শোক মিছিল করছে বিএনপিঃ কাদের

    পরে সকালের দিকে ট্রেনের কামরাতেই গ্যাস জ্বালিয়ে চা, নাস্তা রান্না শুরু করেছিলেন কয়েকজন। তা থেকেই আগুন লাগে এবং দ্রুত কামরায় আগুন ছড়িয়ে পড়ে। জানা গেছে, আজ সকালে যখন তারা চা তৈরি করতে যান তখনই গ্যাস জ্বালাতে গিয়ে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। তাতে ভস্মীভূত হয়েই মৃত্যু হয় ১০ পর্যটকের। ২০ জন যাত্রী আহত হন এই অগ্নিকাণ্ডে।

    জানা গেছে, প্রাইভেট কামরাটি গত ১৭ অগস্ট যাত্রা শুরু করেছিল। পর্যটকদের সেই পার্টির আগামীকালই চেন্নাইতে ফেরার কথা ছিল।

    স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ মাদুরাই ইয়ার্ডে ট্রেনের ২টি কোচে আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয়।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…