সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানো হয়েছে। সোমবার (১৪ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে এই ভোজ্য তেল। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
রবিবার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।
আরও পড়ুন- সন্ধ্যায় বৈঠকে বসছে আওয়ামী লীগ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নতুন দাম অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৭৪ টাকা। বর্তমানে ১ লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৯ টাকায়। এছাড়া ৫ লিটার বোতলের সয়াবিনের বর্তমান দাম ৮৭৩ টাকা, নতুন দাম ৮৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম কমানো হলো।
সোমবার থেকে এ দাম কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।