দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকদের চলা আন্দোলনের প্রেক্ষিতে সংকট সমাধানে আজ শনিবার চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা বাগানের শ্রমিকরা দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৭ দিন ধরে আন্দালন চালিয়ে যাচ্ছেন। তারা ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন মহাসড়ক অবরোধ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
এ আন্দোলন চলাকালে গত ২০ আগস্ট প্রধানমন্ত্রীর আশ্বাসে মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করার ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর কয়েকটি বাগানের শ্রমিকরা কাজে ফিরলেও অধিকাংশই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অধিকাংশ চা বাগানে আন্দোলন আগের চেয়ে আরো জোরদার করেছেন শ্রমিকরা।