গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কে হচ্ছেন নতুন ডেপুটি স্পিকার?

স্টাফ রিপোর্টারঃ
আগস্ট ২৬, ২০২২ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

নতুন ডেপুটি স্পিকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৮ আগস্ট)। শপথের দিনক্ষণ নির্ধারণ করা হলেও জানানো হয়নি কে হচ্ছেন নতুন ডেপুটি স্পিকার।

সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন সিনিয়র সহকারী সচিব শওকত আকবর স্বাক্ষরিত চিঠি থেকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনস্থ ৭ম লেভেলে রাষ্ট্রপতির চেম্বারে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ শূন্য হ‌ওয়ায় কে হচ্ছেন তার স্থলাভিষিক্ত? কে হচ্ছেন নতুন ডেপুটি স্পিকার? দলের আস্থাভাজন কাউকে এ পদে খোঁজা হচ্ছে বলে জানা গেছে।
গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য ফজলে রাব্বির মৃত্যুতে আসনটিও শূন্য হয়েছে। এ দুই জায়গায় নতুন কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। তিনি আস্থাভাজন কাউকে নিয়োগ দিচ্ছেন।‌

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার পদের জন্য কয়েকজনের নাম এর‌ই মধ্যে আলোচনায় উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার।
এই পাঁচজনের মধ্য থেকেই ডেপুটি স্পিকার পদে একজন নিয়োগ পেতে পারেন।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5482

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
  • আমাদেরকে ফলো করুন…