কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম শাহাদুল ইসলাম (৩২)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হক এর পুত্র।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- রামগড়ে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত
এলাকাবাসি ও পরিবার সূত্রে জানাগেছে, শনিবার (৫ আগস্ট) সকাল ৬ টার দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ দেন শাহাদুল। একাধিকবার চেষ্টা করেও বৈদ্যুতিক মটরে পানি না ওঠায় অবশেষে সুইচ বোর্ড খুলেন। কিন্তু মেইন সুইচ অফ না করে পুনরায় সুইচ এর তার লাগাতে গেলে বিদ্যুতের শক লেগে ছিটকে গিয়ে পাশের পুকুরে পড়ে যান। বাড়ির লোকজন এসে পুকুর থেকে শাহাদুলকে তুলে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে পুলিশকে বিষয়টি জানিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদি কোন অভিযোগ পাওয়া না যায় তাহলে লাশ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হবে।