যথাযথ মর্যাদায় খাগড়াছড়ির রামগড়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আরও পড়ুন- কামাল আমার খেলার সাথী, একসঙ্গে ছিলাম আন্দোলন-সংগ্রামেওঃ প্রধানমন্ত্রী
এরপর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) মানস চন্দ্র দাস এর সভাপতিত্বে ব্যক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসঃ হাসিনা আক্তার, রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস হোসেন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক গাজী, সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর চন্দ্র শীল প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার কমিশনার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, হেডম্যান, কার্বারী, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ।