রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাশিয়ার সশস্ত্র বাহিনীর আকার ১৯ লাখ থেকে ২০ লাখ ৪ হাজারে উন্নিত করতে এক আদেশে স্বাক্ষর করেছেন। সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এই তথ্য জানিয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে রয়েছে ১ লাখ ৩৭ হাজার সামরিক কর্মী। ১ জানুয়ারি থেকে এই ডিক্রি কার্যকর করা হবে। এর আগে পুতিন রাশিয়ান সেনাবাহিনীর আকার নির্ধারণ করেছিলেন ২০১৭ সালের নভেম্বর মাসে। ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের একটি প্রামাণিক বার্ষিক প্রতিবেদন অনুসারে, রাশিয়ার এই বছরের শুরুতে ৯ লাখ সক্রিয় পরিষেবা কর্মী ছিল।রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, পুতিনের ডিক্রি অনুযায়ী কীভাবে হেডকাউন্ট বৃদ্ধি অর্জন করা হবে তা বলা হয়নি। তবে সরকারকে সংশ্লিষ্ট বাজেট বরাদ্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জে এম আলী নয়ন
সর্বমোট নিউজ: 4964
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।