biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাWednesday , 2 August 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • কোরআনে বর্ণিত জাহান্নামের বিভিন্ন নাম

    Link Copied!

    মানুষের মধ্যে পরকালের ব্যাপারে উদাসীনতা দূর করতে পবিত্র কোরআনে জাহান্নাম সংক্রান্ত বিভিন্ন বর্ণনা এসেছে। তাতে জাহান্নামের বিভিন্ন নাম ও শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। জাহান্নামকে কেউ বলে জাহান্নাম আবার কেউ বলে থাকে নরক। যে যাই বলুক দুনিয়াতে ভাল কাজ করলে তার জন্য যেমন আছে জান্নাত ঠিক তার বিপরিতে দুনিয়ায় কেউ খারাপ কাজ করলে তার জন্য আছে চির শাস্তির স্থান জাহান্নাম।

    জাহান্নামের নামঃ পবিত্র কোরআনে জাহান্নামের বিভিন্ন নাম নিম্নে তুলে ধরা হলো। যেমন―

    ১. আন-নারঃ আন-নার অর্থ হলো আগুন।

    ইরশাদ হয়েছে, ‘হে আমাদের রব, আপনি কাউকে আগুনে প্রবেশ করালে তাকে তো আপনি অপদস্থ করলেন এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। ’ (সুরা আলে-ইমরান, আয়াতঃ ১৯২)

    ২. জাহান্নামঃ ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই জাহান্নাম তাদের সবার প্রতিশ্রুত স্থান।’ (সুরা হিজর, আয়াতঃ ৪৩)

    ৩. লাজাঃ ইরশাদ হয়েছে, ‘কখনো নয়, নিশ্চয়ই তা লাজা তথা লেলিহান শিখা।’ (সুরা মাআরিজ, আয়াতঃ ১৫)

    ৪. সাকারঃ ইরশাদ হয়েছে, ‘আমি তাকে নিক্ষেপ করব সাকারে, তুমি কি জানো সাকার কী? তা তাদেরকে জীবত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছাড়বে না।’ (সুরা মুদ্দাছছির, আয়াতঃ ২৮)

    ৫. আল-হুতামাহঃ ইরশাদ হয়েছে, “কখনো নয়, নিশ্চয়ই তাকে ‘হুতামাহ’ নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি কি জানেন হুতামা কী? তা হলো, আল্লাহর প্রজ্বলিত আগুন। যা অন্তরগুলোকে গ্রাস করে নেবে। নিশ্চয়ই তা তাদেরকে বেষ্টন করে রাখবে। দীর্ঘায়িত স্তম্ভগুলোর মধ্যে।” (সুরা হুমাজা, আয়াতঃ ৪-৯)

    ৬. আল-জাহিমঃ ইরশাদ হয়েছে, ‘মুত্তাকিদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে। এবং পথভ্রষ্টদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে। তাদের বলা হবে―তারা কোথায়, যাদের তোমরা ইবাদত করতে? আল্লাহর পরিবর্তে, তারা তোমাদের সাহায্য করতে পারে, নাকি তারা আত্মরক্ষা করতে সক্ষম?’ (সুরা শুআরা, আয়াতঃ ৯০-৯২)

    ৭. আস-সায়িরঃ ইরশাদ হয়েছে, ‘একইভাবে আমি আপনার ওপর কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যেন আপনি মক্কা ও এর চতুর্পাশের মানুষকে সতর্ক করতে পারেন, কিয়ামত দিবস সম্পর্কে যেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেদিন একদল লোক জান্নাতে প্রবেশ করবে এবং একদল থাকবে সায়ির নামক জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা শুরা, আয়াতঃ ৭)

    ৮. আল-হাবিয়াঃ ইরশাদ হয়েছে, ‘আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নামের নিম্নস্তর। আপনি কি জানেন তা কী? তা খুবই উত্তপ্ত আগুন।’ (সুরা কারিআ, আয়াতঃ ৮-১১)

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০