জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সারাদেশে অর্ধদিবস (৬টা-১২টা) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। কিন্তু এ দিন সকাল থেকেই সড়কে গণপরিবহন, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা যায়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় এমন চিত্র। সকাল থেকে দেখা যায়, রাজধানীর সড়কে ছিল চোখে পরার মত যানবাহন।
আজ সারাদেশে অর্ধদিবস হরতাল হলেও দেখে বুঝার কোন উপায় নেই। সড়কগুলোতে নির্বিঘ্নে চলছে যানবাহন।
অফিসের জন্য বের হয়েছেন মানুষজন। তবে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
গাড়ির চালকরা জানান, আজকে হরতাল কিনা জানি না। এখন তো আর আগের মত হরতাল হয় না। এছাড়া আমার পরিবার চালানোর জন্য আমাকেই কাজ করতে হয়। আমার কাজটা তো আর অন্য কেউ করে দেবে না।
অপর এক গাড়ির হেলপার বলেন, বাসে সকাল থেকেই যাত্রীদের অনেক ভিড়। এখন পর্যন্ত আমি কোথাও হরতাল পালন করতে দেখিনি।
এর আগে, মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে বাধা দিলে সেখানে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।