biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSaturday , 22 July 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিল বিএনপি

    Link Copied!

    যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।

    শনিবার (২২ জুলাই) রাজধানীর সেহারাওয়ার্দী উদ্যানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিএনপির তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশের সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

    XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

    মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তিসহ যুগপৎভাবে এক দফা দাবিতে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ২৭ জুলাই ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকায় দুপুর দুইটায় শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

    আরও পড়ুন-   কাজের মাধ্যমে সেনাবাহিনী জনগণের আস্থা অর্জন করেছেঃ প্রধানমন্ত্রী

    এখন বক্তব্য নয়। এখন দাবি আদায়ের পালা জানিয়ে এই কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা একটা নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করছি।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদল বিশেষ করে বিএনপি যেন নির্বাচনে না যেতে পারে সেজন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। সব নেতার বিরুদ্ধে মামলা। একেক জনের বিরুদ্ধে ২-৩ শ করে মামলা।’

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    তিনি আরও বলেন, ‘৭ মাসে ৫০টি গায়েবি মামলা হয়েছে। ঢাকার ১ হাজার ৭০১ জনের নামে মামলা হয়েছে। হামলা ও ককটেল নিক্ষেপের মামলা হয়েছে। বিদেশীদের কাছে ভালো সাজতে চাইছে অথচ মামলা দিয়ে বিরোধী দলের নেতাদের হয়রানি করছে।’

    বিএনপি মহাসচিব আরও বলেন, ‘স্যাংশন হয়েছে র‌্যাবের ওপরে। মার্কিনীরা স্যাংশন দিয়েছে তার পরও এরা একই ঘটনা ঘটাচ্ছে। এখনো গুম করছে। লক্ষ্য একটাই একতরফা নির্বাচনের মাধ্যমে নিজেদের জয় নিশ্চিত করা।’

    আরও পড়ুন-   শরীয়তপুর ডেঙ্গু আক্রান্ত বড়লে বিপদে পরবে চিকিৎসা সেবা

    এর আগে বেলা তিনটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকার তারুণ্যের সমাবেশ শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলসহ আশেপাশের এলাকা লোকে লোকারণ্যে হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে মৎস্যভবন, শাহবাগ, কাকরাইল সড়কের ওপর অবস্থান করেন নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকেই এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

    এদিকে বিএনপির তারুণ্যের সমাবেশ উপলক্ষে শাহবাগ মোড় ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশ-র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শাহবাগ থানার সামনে ছিল পুলিশের প্রিজন ভ্যান, আর্মড ভ্যান এবং জলকামানের গাড়ি। টিএসসির সামনেও বিপুলসংখ্যক পুলিশের অবস্থান ছিল। এ ছাড়া সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও সতর্কাবস্থায় ছিল।

    আরও পড়ুন-   ঢাকা-১৭ আসনে বিজয়ী আরাফাত

    চলমান সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং নতুন ভোটার আর তরুণদের কাছে টানতে জুন মাসের প্রথমদিকে বিএনপি ‘তারুণ্যের সমাবেশে’র ঘোষণা দেয়। দলটির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এ সমাবেশ করার সিদ্ধান্ত হয় দলটির নীতিনির্ধারণী ফোরামে।

    ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম (১৪ জুন), বগুড়া (১৯ জুন), বরিশাল (২৪ জুন), সিলেট (৯ জুলাই) ও খুলনায় (১৭ জুলাই) তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এরই ধারাবাহিকতায় ২২ জুলাই ঢাকায় সর্বশেষ সমাবেশ করছে দলটি।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…