biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSunday , 18 June 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • ভূরুঙ্গামারীতে বাড়ছে নদ-নদীর পানি, ভাঙ্গন আতঙ্কে নদী পাড়ের মানুষ

    Link Copied!

    গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে ভাঙ্গন আতংকে দিন পার করছে নদী তীরবর্তী এলাকার মানুষজন।

    রবিবার (১৮ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধুদকুমার, ফুলকুমার, কালজানি ও সংকোষসহ সব কটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিতে খাল-বিল পানিতে টইটুম্বর হয়ে গেছে। এদিকে টানা বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিন মজুর মানুষ গুলো।

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার (১৭ জুন) বিকেল পর্যন্ত দুধকুমার নদীর পানি ভূরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে বিপদ সীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

    সোনাহাট সেতু পাড়ের ব‍্যবসায়ী ফরিদুল ইসলাম বলেন, গত ২ দিন থেকে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদী পানি দিয়ে ভরে গেছে। এক সপ্তাহ আগেও নদীতে মাছ পাওয়া দুস্কর ছিলো। আর এখন নদীর পাড়ে জাল দিয়ে মাছ ধরার মেলা বসেছে। এমনকি শনিবার বিকেলে এক ব‍্যক্তির বরশিতে ৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

    আরও পড়ুন-   কারও খবরদারির কাছে নতজানু হব নাঃ প্রধানমন্ত্রী

    দুধকুমার নদী পাড়ের বাসিন্দা জুলহাস উদ্দিন জানান, নদীর পানি বাড়লে ভয়ে থাকি। কখন যানি জমি, গাছপালা ভেঙ্গে নিয়ে যায়।

    পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, দুইদিন থেকে দুধকুমার নদের পানি খুবই বৃদ্ধি পাচ্ছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নদী ভাঙ্গন দেখা দিতে পারে।

    তিনি আরও বলেন, নদ-নদীগুলোতে গভীরতা না থাকার কারণে সামান্য পানি আসলে নদী ভরে গিয়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়। নদীগুলো খনন করা হলে আমরা বন্যার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেতাম।

    কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টার ৩৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়ার্স। আবহাওয়ার এমন অবস্থা আগামী দুই তিন দিন পর্যন্ত অব‍্যাহত থাকতে পারে। এসময় লাগাতার বৃষ্টিসহ মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী এক সপ্তাহ পর্যন্ত নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। যার ফলে নদী অববাহিকার নিম্নাঞ্চলে পানি উঠতে পারে।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…