ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার তুরস্ক যাচ্ছেন। তুরস্কে নিয়োজিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফায়েদ মোস্তাফার বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ওয়াফর খবরে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন। তুরস্ক বরাবরই দ্বিরাষ্ট্রনীতিতে ফিলিস্তিনের সংকট সমাধানে বিশ্বাসী। পশ্চিমতীর শাসন করছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ।
অন্যদিকে গাজা শাসন করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ সংগঠনটিকে বরাবরই সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে আসছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইল।