আন্তর্জাতিক:
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তাদের খাদ্যশস্য পরিবহনে মিশরকে আশ্বস্ত করেছেন। রবিবার কায়রো সফরে লাভরভ এই নিশ্চয়তা দেন।
তুরস্ক ও জাতিসংঘের যৌথ মধ্যস্থতায় গত শুক্রবার ইউক্রেনের সঙ্গে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহনে চুক্তি করে রাশিয়া। কিন্তু চুক্তির ২৪ ঘণ্টা না যেতেই ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া। এতে চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
বিশ্বের অন্যতম শীর্ষ গম আমদানিকারক দেশ মিশর। গত বছর ইউক্রেন-রাশিয়া থেকে তারা মোট আমদানির ৮০ শতাংশ গম কেনে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর পর কৃষ্ণসাগর দিয়ে রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য পরিবহন বন্ধ রয়েছে।
কায়রো শহরে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সৌকরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, খাদ্যশস্য পরিবহনে আমরা আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করব। সূত্র: রয়টার্স