ঢাকাMonday , 25 July 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • কেনিয়ায় বাস নদীতে পড়ে নিহত ২৪

    Link Copied!

    আন্তর্জাতিক :

    পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সেতুর ওপর থেকে একটি যাত্রীবাহী বাস নদীর উপত্যকায় পড়ে গিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    কেনিয়ার সংবাদপত্র ডেইলি নেশন ও স্ট্যান্ডার্ড জানিয়েছে, রোববার সন্ধ্যায় মডার্ন কোস্ট কোম্পানির একটি বাস মেরু শহর থেকে মোম্বাসা শহরের দিকে যাওয়ার সময় থারাকা নিথি সেতু থেকে প্রায় ৪০ মিটার নিচে পড়ে যায়।

    থারাকা নিথি কাউন্টির কমিশনার নোবার্ট কোমোরা ডেইলি নেশনকে বলেছেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নাইরোবি হাইওয়ের পাশে কুখ্যাত নিথি নদীর সেতু থেকে একটি বাস পড়ে গিয়ে ২৪ জন মানুষ মারা গেছেন। বাসটির ব্রেক অকার্যকর হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

    কেনিয়ায় সড়ক দুর্ঘটনা যেন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানিয়েছে, গত বছর কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৫৭৯ জন মারা গেছেন, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 714

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০