biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাWednesday , 10 May 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • পাকিস্তানে সেনা মোতায়েন

    Link Copied!

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে নাটকীয়ভাবে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়েছে দেশটি। রাজনৈতিক উত্তেজনার এমন প্রেক্ষাপটে পাঞ্জাব ও খাইবার পাখতুন খোয়া প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে।- জিও নিউজ

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঞ্জাব সরকারের দশটি কোম্পানিকে সৈন্যদের মঞ্জুরি দিয়ে সহায়তার অনুরোধ অনুমোদন করে বলেছে, ‘আইন, শৃঙ্খলা ও শান্তি পুনরুদ্ধার করতে জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করবে।’

    আরও পড়ুন-   আমরা সবদিক থেকেই প্রস্তুত আছিঃ দুর্যোগ প্রতিমন্ত্রী

    ফেডারেল অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, ‘পাঞ্জাব সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অনুরোধের ভিত্তিতে, তাদের চিঠি নং এসও (আইএস-২)৩-১৫/২০২৩ (নিরাপত্তা) (১) তারিখ ৯ মে ২০২৩, সংবিধানের অনুচ্ছেদ ২৪৫ এবং সন্ত্রাসবিরোধী আইন ১৯৯৭ এর ধারা ৪ (৩) (২) এর অধীনে প্রদত্ত ক্ষমতার আবগারি ফেডারেল সরকার, (উক্ত আইনে নির্দিষ্ট করা এই ধরনের কার্য সম্পাদনের জন্য), বেসামরিক ক্ষমতার সহায়তায় পাঞ্জাব প্রদেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য পাকিস্তান সেনাবাহিনীর সৈন্য/সম্পদ মোতায়েনের অনুমোদন দিতে পেরে খুশি।’

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    সৈন্য/সম্পত্তির সঠিক সংখ্যা, মোতায়েনের তারিখ এবং এলাকা প্রাদেশিক সরকার এমও ডিটিই, জিএইচকিউ-এর সঙ্গে পরামর্শ করে কাজ করবে, এতে যোগ করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উভয় স্টেকহোল্ডারদের মধ্যে পারস্পরিক আলোচনার পরে উল্লিখিত স্থাপনার ডি-রিকুইজিশনের তারিখ পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

    আরও পড়ুন-   দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

    সেনা মোতায়েনের পাশাপাশি পাঞ্জাবসহ অন্যান্য জায়গায় নাশকতা করার জন্য ১০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি পৃথক বিবৃতিতে পাঞ্জাব পুলিশ বলেছে, প্রদেশে সরকারি সম্পত্তি, পুলিশ বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘সারা প্রদেশে সহিংস কর্মকাণ্ড, ভাঙচুর, সরকারী ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতির সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হয়েছে।

    অপরদিকে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৩০ জন কর্মকর্তা আহত হয়েছেন। লাহোরের সাদমান পুলিশ স্টেশনে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে পিটিআই কর্মীদের বিরুদ্ধে।

    আরও পড়ুন-   ইমরান খান গ্রেফতার

    পাঞ্জাব পুলিশের মুখপাত্র বলেছেন, ‘পুলিশ ও সরকারি সংস্থার ২৫টির বেশি গাড়ি ধ্বংস ও পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদকারীরা ১৪টির বেশি সরকারি ভবনে হামলা চালিয়েছিল, লুটপাট করেছে এবং সরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করেছে।’

    জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) ওয়ারেন্টের ভিত্তিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করে আধা-সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সংস্থাটি।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…