সংবাদপত্রের জন্য ঈদের ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মঙ্গলবার (১৮ এপ্রিল) নোয়াব সভাপতি এ. কে. আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্রে ঈদের ছুটি থাকবে ২১, ২২ ও ২৩ এপ্রিল। এ কারণে ২২, ২৩ ও ২৪ এপ্রিল কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
আরও পড়ুন- ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রামগড়ে র্যালি ও আালোচনা অনুষ্ঠিত
তবে ২৩ এপ্রিল ঈদ উদযাপিত হলে ছুটি ২৪ এপ্রিল পর্যন্ত বাড়বে। সেক্ষেত্রে ২২, ২৩, ২৪ ও ২৫ এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।
এদিকে সরকারি ছুটি আগামীকাল বুধবার (১৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আর রোজা ৩০টি পূর্ণ হলে তারা ছুটি পাবেন টানা ছয় দিন। আগামী ২৫ এপ্রিল খুলবে সরকারি অফিস-আদালত।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।