বুধবার এশার নামাজের সময় আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান।
হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। কাবুলে অপর এক আত্মঘাতী হামলায় তালেবানপন্থি এক আলেমকে হত্যার এক সপ্তাহের মাথায় নতুন হামলার ঘটনা ঘটলো। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।
গত বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবানের সবচেয়ে শক্তিশালী শত্রু হিসাবে আবির্ভূত হয়েছে আইএস। গ্রুপ দুইটি এখন নোংরা ও রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত রয়েছে।
বিস্ফোরণের পর কাবুলের ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। এই শব্দে আশেপাশের ভবনের কাঁচ গুড়িয়ে যায়।
কাবুলের মূল হাসপাতাল পরিচালনাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা ইমারজেন্সি এর প্রধান স্টিফানো সোজ্জা জানিয়েছেন, তারা শিশুসহ মোট ৩৫ জনকে চিকিৎসা দিয়েছেন।
গোয়েন্দা টিম জানিয়েছে, তাদের তদন্ত অব্যাহত রয়েছে।

জে এম আলী নয়ন
সর্বমোট নিউজ: 4982
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।