ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার মতো বিড়ম্বনা বোধহয় আমাদের কাছে আর কিছুতে নেই। অধিক ব্যবহৃত হলে তো কথাই নেই। কথায় কথায় ফুরিয়ে যায় চার্জ। তবে আপনি জানেন কি ফোনে থাকা বেশ কিছু অ্যাপ ব্যাটারি বেশি খরচ করে। কারণ, অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে।
আরও পড়ুন- রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা
চলুন জেনে নেই অ্যাপগুলো সম্পর্কেঃব্যাটারি বেশি খরচ করা অ্যাপের নাম জানতে প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের সেটিংস অপশনে যেতে হবে। এরপর ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনে ক্লিক করে ব্যাটারি নির্বাচন করলেই সর্বশেষ চার্জ দেওয়ার পর কোন অ্যাপ কত শতাংশ ব্যাটারি খরচ করেছে তা দেখা যাবে। আরও বিস্তারিত জানতে হলে ভিউ ডিটেইলস অপশনে ক্লিক করলেই প্রতিটি অ্যাপের ব্যাটারি খরচের তথ্য আলাদাভাবে জানা যাবে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।