গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির চিন্তা করছে সরকার

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ১৬, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
  • পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

    পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

Link Copied!
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এনইসি সম্মেলন কেন্দ্র- ২ এ অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়ার মুদ্রা রুবলের টাকা বিনিময়ের মাধ্যমে তেল আনা যাবে। তিনি বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল আনতে পারলে আমরা কেন পারবোনা।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বিভিন্ন পণ্যের দামও বেড়েছে। নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে। পরিস্থিতি সমন্বয় করার চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির চিন্তা করছে সরকার ।
ব্রিফিংয়ে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি এবং  বিভিন্ন বিষয়ে একনেকের পর্যালোচনাও তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, একনেকে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০৫ কোটি টাকা।

আরও দেখতে পারেন-

⇒ দেশেই উৎপাদন হয় পেট্রল-অকটেন, তবুও কেন বাড়ল দাম?

⇒ কাতার বিশ্বকাপে যেতে ইসরাইলকে পরিচয় দিতে হবে ফিলিস্তিনের

⇒ আন্দোলন করুক, কাউকে যেন গ্রেফতার করা না হয়: প্রধানমন্ত্রী

⇒ পরিবেশ রক্ষায় কাতার বিশ্বকাপে ব্যবহৃত হবে অত্যাধুনিক প্রযুক্তি

⇒ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সংগ্রাম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: কাদের

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5130

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
সর্বশেষ
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আমাদেরকে ফলো করুন…