biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাFriday , 9 December 2022
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • দুই বিঘা জমি জুড়ে একশো বছরের পুরোনো বটবৃক্ষ

    Link Copied!

    দুই বিঘা জমি জুড়ে শতবর্ষ পুরোনো বটবৃক্ষ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাটি ছোট যমুনা নদীর কোল ঘেষে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী উপজেলা নিজস্ব সাংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক উদ্দেশিত বিরামপুর উপজেলা।

    উপজেলার ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বিরামপুর-দিনাজপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন পশ্চিম পার্শ্বে বারিন্দ্রনাথ সরকারের জমিতে একটি বট গাছ তার আবরণ ছাড়িয়ে দুই বিঘা জমি জুড়ে।

    এটি এ অঞ্চলের সবচেয়ে পুরনো বটবৃক্ষ। লোকমুখে শোনা যায়, এই গাছটির বয়স শতবছর পেরিয়েছে। বটবৃক্ষটি দুই বিঘা জমিজুড়ে ডানা মেলেছে। দুর্গাপুর গ্রামের নিবাসী নব্বই অর্ধ বয়সী মঙ্গল সরেন বলেন, আমি ছোট থেকে দেখছি গাছটিকে এবং গাছটি ধীরে ধীরে তার শাখা প্রশাখা চতুর পাশে তার কলবর বাড়িয়ে চলেছে। এই গাছটির আমাদের এলাকার একটি সম্পদ। গাছটিকে দেখার জন্য অনেক দূরদূরান্ত থেকে লোক আসে। আমরা এখানে পূর্জা অর্চনা করি।

    XDurbar দূর্বার 2nd gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

    প্রভাষক কালী প্রসন্য সরকার বলেন, ছোট বেলায় আমি শুনেছি যে, আমার ঠাকুর দাদারা এই গাছটি রোপণ করেছে। পারিবারিক জায়গা জমি বণ্টনের পর এই প্রাচীন বটবৃক্ষটি আমার বাবা বারীন্দ্রনাথ সরকারের অংশে পড়ে। সেই সুত্রে জমি এবং বটবৃক্ষটির উত্তরাধিকার আমি এবং আমার পরিবার। আমিও লোকমুখে শুনেছি আমার পরিবারের তিন প্রজন্মের কাছে গাছটির বয়স শত বছর প্রেরিয়েছে।

    আরও পড়ুন-    লক্ষ্মীপুরের রাজপথ রাখিব নিরাপদ : বিক্ষোভ মিছিলে এমপি নয়ন

    পরবর্তীতে গাছটির উত্তর অংশে একটি স্বারদীয় দুর্গামন্দির স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা পূর্জা-অর্চনার পাশাপাশি এখানে একটি মেলা বসে। দূরদূরান্ত থেকে অনেক পথিক গাছটি দেখেন এবং বিশ্রাম নেন। গাছটির চারপাশে তার ডানা মেলে ধরেছে জায়গাটি বেশ শিতল। গত বছর দিনাজপুর জেলার এডিসি (রাজস্ব) প্রাচীনতম বৃক্ষটি পরিদর্শনে আসেন। তিনি দিনাজপুর জেলা বার্তায়নে অন্তর্ভুক্ত করার কথা বলেন।

    বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, এটি এ অঞ্চলের সবচেয়ে পুরনো বটবৃক্ষ। গাছটির বয়স একশো বছর পেরিয়েছে। বটটি গাছ তার আবরণ দুই বিঘা জমি জুড়ে ছাড়িয়েছে। গাছটিকে দেখার জন্য অনেক দূরদূরান্ত থেকে অনেকেই আসে এবং এখানে পূর্জা অর্চনা হয়। গাছটি তার চারিপার্শ্বে ডানা এমনভাবে মেলে ধরায় জায়গাটি বেশ শীতল। গাছটি এলাকার সম্পদ।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০